আগস্ট ৩০, সিএমজি বাংলা ডেস্ক: "চীন-সিঙ্গাপুর এক্সারসাইজ কোঅপারেশন ২০২৪" নামে একটি যৌথ সামুদ্রিক মহড়ায় অংশগ্রহণের জন্য যুদ্ধজাহাজ এবং সৈন্যরা বৃহস্পতিবার সকালে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের দক্ষিণ চীনের চানচিয়াং শহরের একটি সামরিক বন্দরে একত্রিত হয়েছে।
৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চানচিয়াং শহরের কাছে জল এবং আকাশসীমায় এই মহড়া অনুষ্ঠিত হবে।
সামুদ্রিক মহড়ায় চীনের ক্ষেপণাস্ত্র ফ্রিগেট সানইয়া এবং মাইনসুইপার হ্যচিয়ান এবং শিপবোর্ড হেলিকপ্টার ও নৌ পদাতিক বাহিনী অংশগ্রহণ করবে। অনুশীলনের জন্য সিঙ্গাপুর একটি ফ্রিগেট পাঠিয়েছে।
চার পর্যায়ের মহড়ার মধ্যে থাকবে: ফোর্স অ্যাসেম্বলি, বন্দরে পরিকল্পনা, পেশাদার যোগাযোগ এবং যৌথ সামুদ্রিক মহড়া।
উভয় পক্ষ অনুশীলন পরিকল্পনা, সাংস্কৃতিক যোগাযোগ, যুদ্ধজাহাজ উন্মুক্ত দিবসের অনুষ্ঠান এবং সামরিক ক্রীড়া প্রতিযোগিতার মতো ইভেন্টও আয়োজন করবে।
এদিকে, মাইন বিরোধী অ্যাকশন এবং সাবমেরিন উদ্ধার সহ পেশাদার ক্ষেত্রে মতবিনিময়েরও আয়োজন করা হবে।
যৌথ সামুদ্রিক মহড়ার শেষ পর্যায়ে অ্যান্টি-সারফেস স্ট্রাইক, রিপ্লেনিশমেন্ট-এ-সি, যৌথ অনুসন্ধান ও উদ্ধার, পরিদর্শন, বোর্ড, অনুসন্ধানের মতো বিভিন্ন বিষয়ে যৌথ অভিযান অনুষ্ঠিত হবে।
শান্তা/ফয়সল