আন্তর্জাতিক বিগ ডেটা এক্সপো উদ্বোধন
2024-08-29 14:50:55

আগস্ট ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চায়না ইন্টারন্যাশনাল বিগ ডেটা ইন্ডাস্ট্রি এক্সপো ২০২৪ বুধবার দক্ষিণ পশ্চিম চীনের কুইচোও প্রদেশের কুইইয়াং সিটিতে শুরু হয়েছে। এই এক্সপোতে ২১ হাজারের বেশি অতিথি এবং ৪১৪টি দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানি অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল ডেটা অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান লিউ লিয়েহং বলেন, "এক দশকের উন্নয়নের পর, এক্সপোটি দেশের ডেটা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে আবির্ভূত হয়েছে, উদ্ভাবনের প্রবণতাকে এগিয়ে নিয়ে গেছে, শিল্পের অর্জনগুলোকে তুলে ধরেছে এবং উন্মুক্তকরণ এবং সহযোগিতাকে উন্নীত করছে।”

এই বছরের এক্সপোর প্রতিপাদ্য হলো, ‘স্মার্ট ডিজিটাল টেকনোলজি শেপস থ্রিভিং ডিজিটাল ইকোনমি’ (স্মার্ট ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়’)। প্রদর্শনী এলাকার আয়তন ৬০ হাজার বর্গ মিটার। ছয়টি প্রধান বিভাগ রয়েছে এতে।

এক্সপোর অংশগ্রহণকারীদের মধ্যে হুয়াওয়ে, আলিবাবা, টেনসেন্ট, বাইদু এবং জেডি ডটকমের মতো চীনা শিল্প জায়ান্টদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং কানাডা সহ ৩০ টিরও বেশি দেশ ও অঞ্চলের ৭৭টি বিদেশী কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে।

২৫টি শিল্প বিনিময় ইভেন্ট সহ ৯০টিরও বেশি কার্যক্রম, এক্সপোর সাইডলাইনে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এক্সপো শেষ হবে শুক্রবার।

শান্তা/ফয়সল