হফেইতে চীনের প্রথম জৈব উৎপাদন সম্মেলন
2024-08-29 17:09:20

আগস্ট ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বায়োম্যানুফ্যাকচারিং কনফারেন্সের প্রথম সংস্করণ শুরু হলো চীনের আনহুই প্রদেশের হফেইতে। ‘বায়োম্যানুফ্যাকচারিং: ভবিষ্যতের নেতৃত্ব দেওয়া’ থিমে শুরু হয়েছে এ সম্মেলন।

উদ্বোধনী অনুষ্ঠানে, প্রায় ১০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১৪১ কোটি ডলার) মূল্যের জৈব উৎপাদন খাতে বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্প স্বাক্ষরিত হয়েছিল, যা এই খাতে প্রবৃদ্ধির সম্ভাবনাকে ইঙ্গিত করে।

প্রচলিত পেট্রোকেমিক্যাল উৎপাদন শিল্পের তুলনায়, জৈব উৎপাদন পণ্যগুলো গড়ে ৩০ থেকে ৫০ শতাংশ কম কার্বন নির্গমন করে। এরইমধ্যে চীনের খাদ্য শিল্পের ১০ শতাংশেরও বেশি ক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

ফয়সল/শান্তা