আগস্ট ২৯: বেইজিংয়ে সফররত জাপান-চীন মৈত্রী সংসদীয় প্রতিনিধি দলটি গতকাল (বুধবার) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় বৈদেশিক কার্যালয়ের পরিচালক ওয়াং ই’র সাথে দেখা করেছেন।
সাক্ষাত্কালে ওয়াং ই বলেন, দু’দেশের নেতারা একমত হয়েছেন যে, সার্বিকভাবে দ্বিপাক্ষিক কৌশলগত উপকারি সম্পর্ক উন্নত করা, নতুন যুগের চাহিদা মেটানো, গঠনমূলক ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা হবে। বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্ক অতীত থেকে অগ্রসর হয়ে ভবিষ্যতের সাথে সংযুক্তির সন্ধিক্ষণে প্রবেশ করেছে। যদি এ সম্পর্ক উন্নয়ন না করা হয়, তবে তা অবশ্যই পিছিয়ে পড়বে। জাপান সরকার সঠিক চেতনা পোষণ করে, যুক্তিযুক্ত ও ইতিবাচকভাবে চীনের সাথে সম্পর্ক বজায় রাখবে বলে আশা করে বেইজিং, যাতে সার্বিকভাবে কৌশলগত উপকারি সম্পর্কের বাস্তবায়ন করা সম্ভব।
জাপানের প্রতিনিধি দলের নেতা তোশিহিরো নিকাই বলেছেন, জাপান ও চীনের সাথে সম্পর্কের উন্নয়নে প্রচেষ্টা চালাবে তাঁদের প্রতিষ্ঠান।
(সুবর্ণা/হাশিম/রুবি)