আগস্ট ২৯, সিএমজি বাংলা ডেস্ক: লেবাননে জাতিসংঘের আন্তর্বর্তী বাহিনীর ম্যান্ডেট ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধির জন্য নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার সর্বসম্মতিক্রমে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল)এর ম্যান্ডেট ৩১ আগস্ট, ২০২৫ পর্যন্ত বাড়ানোর জন্য একটি প্রস্তাব গৃহীত হয়।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং বলেন, "এইমাত্র গৃহীত প্রস্তাবটি শত্রুতা সম্পূর্ণ বন্ধ করার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জনকে সমর্থন করার জন্য নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে এবং সহিংসতা চক্র বন্ধ করার এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য আহ্বান জানানোর একটি সুস্পষ্ট রাজনৈতিক সংকেত পাঠায় “।
তিনি আরও বলেন, লেবানন -ইসরায়েলের উত্তেজনা ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষাপটে এই রেজোলিউশনটি বিশেষভাবে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, আমরা সংঘাতের সমস্ত পক্ষের প্রতি আন্তরিকভাবে রেজোলিউশন মেনে চলা, শত্রুতা বন্ধ এবং দ্রুত সময়ের মধ্যে সংলাপ পুনরায় শুরু করার জন্য অপেক্ষা করছি, যাতে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টা করা যায়।
কেং জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে এবং ইউনিফিলকে তার মিশন সম্পাদনে ক্রমাগত সমর্থন করতে প্রস্তুত চীন।
শান্তা/ফয়সল