২০ বছরে চীনে বাণিজ্যিক উড়োজাহাজের সংখ্যা দ্বিগুণ হবে: বোয়িং
2024-08-29 18:41:38

আগস্ট ২৯, সিএমজি বাংলা ডেস্ক: অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এয়ার ট্রাফিকের চাহিদার কারণে চীনের বাণিজ্যিক উড়োজাহাজের বহর আগামী ২০ বছরে দ্বিগুণেরও বেশি বড় হবে। মঙ্গলবার বেইজিংয়ে প্রকাশিত বোয়িং-এর সর্বশেষ বাজার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

বোয়িং-এর ২০২৪ কমার্শিয়াল মার্কেট আউটলুকে বলা হয়েছে আগামী দুই দশকে চীনের বাণিজ্যিক বিমান বহরের বৃদ্ধি হবে ৪.১ শতাংশ। সেই হিসাবে এখন ৪৩০০টি থাকলেও ২০৪৩ সালে চীনে দরকার হবে মোট ৯৭০০টি উড়োজাহাজের।

বোয়িং-এর বাণিজ্যিক বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যারেন হালস্ট জানিয়েছেন, এই বছরের প্রথমার্ধে, চীনের অভ্যন্তরীণ আকাশপথে মোট ৩৫ কোটিবার যাত্রী-ভ্রমণ হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে ২৩ শতাংশ বেশি।

বোয়িংয়ের পূর্বাভাসে বলা হয়েছে, চীনা নাগরিক বিমান চলাচলের বাজারে জেট, সিঙ্গেল আইল বিমান, ওয়াইড-বডি উড়োজাহাজ এবং মালবাহীসহ ২০ বছরে ৮৮৩০টি নতুন উড়োজাহাজের প্রয়োজন হবে।

একই সময়ে ক্রমবর্ধমান এই বাজারকে সমর্থনের জন্য ডিজিটাল প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ খাতে চীনা ক্যারিয়ারগুলোর বাড়তি ৭৮০ বিলিয়ন ডলার মূল্যের পরিষেবারও প্রয়োজন হবে।

ফয়সল/শান্তা