ধানক্ষেতে ফ্যাশন শো
2024-08-29 15:38:10

আগস্ট ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চোখ জুড়ানো পোশাক পরে হেঁটে যাচ্ছেন মডেলরা। তবে তারা র‌্যাম্পে নয় হাঁটছেন ধানক্ষেতের মধ্য দিয়ে। সম্প্রতি এমন এক ব্যতিক্রমী ফ্যাশন শোয়ের আয়োজন করা হয় দক্ষিণ পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশে।

ইয়ুননান প্রদেশে অনেক জাতিগোষ্ঠীর মানুষ বাস করেন। তাদের রয়েছে নিজস্ব বর্ণাঢ্য সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পোশাক। বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকের এই ফ্যাশন প্যারেডের আয়োজন করা হয়। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ বিষয়কে তুলে ধরতে খোলা আকাশের নিচে আয়োজিত হয় এই ইভেন্ট।

ইয়ুননানের সৌন্দর্য ও এথনিক সংস্কৃতিকে তুলে ধরতেই এই ফ্যাশন শোর আয়োজন করে প্রাদেশিক কর্তৃপক্ষ।

শান্তা/ফয়সল