আগস্ট ২৯, সিএমজি বাংলা ডেস্ক: এয়ার চায়না ও চায়না সাউদার্ন এয়ারলাইন্স বুধবার শাংহাইতে তাদের বহরে প্রথমবারের মতো সি৯১৯ উড়োজাহাজ পেয়েছে। চীনের তৈরি বড় যাত্রীবাহী উড়োজাহাজের জন্য যা একটি মাইলফলক।
এয়ার চায়না বেছে নিয়েছে সি৯১৯-এর বর্ধিত সংস্করণ, যাতে রয়েছে ৮টি বিজনেস ও ১৫০টি ইকনোমি আসন। চায়না সাউদার্ন এয়ারলাইন্স নিয়েছে স্ট্যান্ডার্ড-রেঞ্জ মডেল। এতে রয়েছে ৮টি বিজনেস, ১৮টি প্রিমিয়াম ইকনোমি এবং ১৩৮টি ইকনোমি আসন।
বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শাংহাইয়ের পুতোং জেলার কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়নায়।
ইতোমধ্যে এয়ার চায়নার পাইলট, ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং গ্রাউন্ড টিম সি ৯১৯-এর বাণিজ্যিক অপারেশনের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। রক্ষণাবেক্ষণ কর্মীরাও প্রাসঙ্গিক প্রশিক্ষণও সম্পন্ন করেছে।
বুধবার ডেলিভারির আগে, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের পাইলট ও অ্যাটেনডেন্টরাও উড়োজাহাজটির পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে।
ফয়সল/শান্তা