সাত মাসে চীনের সামাজিক সরবরাহ বেড়েছে সাড়ে ৫ শতাংশ
2024-08-29 15:41:38

আগস্ট ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের লজিস্টিক শিল্প চলতি বছরের প্রথম সাত মাসে পুনরুদ্ধারের গতি বজায় রেখেছে। দেশটির সামাজিক লজিস্টিকস বা সরবরাহখাতের বাজারমূল্য গতবছরের চেয়ে সাড়ে ৫ শতাংশ বেড়ে ১৯৭ দশমিক ৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। বৃহস্পতিবার চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের প্রকাশিত তথ্যে এমনটা জানা গেছে।

সামগ্রিকভাবে, প্রথম সাত মাসে চীনের লজিস্টিকস অপারেশনগুলো তুলনামূলক স্থিতিশীল ছিল এবং এ খাতে উল্লেখযোগ্য কাঠামোগত পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের ভাইস চেয়ারম্যান ছাই চিন।

তথ্যে আরও দেখা গেছে, চীনের ৪১টি প্রধান শিল্পের মধ্যে ৩৩টি শিল্পের পরিষেবা খাতে শক্তিশালী প্রবৃদ্ধি বজায় ছিল। ৩১টি অঞ্চলের মধ্যে ২৫টিতেই ৮০ শতাংশের বেশি বৃদ্ধি দেখা গেছে।

ফয়সল/শান্তা