আগস্ট ২৯: ফ্রান্সে গ্রেফতার হওয়া সামাজিক যোগাযোগমাধ্যম ‘টেলিগ্রামে’র প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভ গতকাল (বুধবার) জামিনে মুক্তি পেয়েছেন। তবে, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
প্যারিসের কৌঁসুলি লরে বেলকুও একই দিন এক বিজ্ঞপ্তিতে জানান, দুরভ বিচার বিভাগের তত্ত্বাবধানের মুক্তি পেয়েছেন। তবে তাকে, ৫ মিলিয়ন ইউরো জামানত দিতে হবে এবং সপ্তাহে দু’বার করে পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে। এ ছাড়া তিনি ফ্রান্স ত্যাগ করতে পারবেন না।
(প্রেমা/হাশিম/রুবি)