চীনের বাজারে সম্ভাবনা দেখছে বহুজাতিক প্রতিষ্ঠান
2024-08-29 15:10:12

আগস্ট ২৯, সিএমজি বাংলা চীনের বাজারে সম্ভাবনা ও সুযোগ দেখছে বহুজাতিক কর্পোরেশনগুলো। পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাও শহরে বুধবার শুরু হওয়া পঞ্চম ছিংতাও বহুজাতিক শীর্ষ সম্মেলনে তারা এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। এই সম্মেলনে ৪৫০টির বেশি বহুজাতিক কর্পোরেশনের পাঁচশর বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চাইনিজ একাডেমি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের শীর্ষ সম্মেলনের সময় প্রকাশিত একটি প্রতিবেদন ইঙ্গিত করে যে বহুজাতিক সংস্থাগুলো চীনের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণকারী, দেশের উচ্চ-মানের উন্নয়ন সাধনের গুরুত্বপূর্ণ সমর্থক এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনে  এর গভীর একীকরণের মূল লিঙ্ক।

প্রতিবেদনে বলা হয়েছে, বহুজাতিক কোম্পানিগুলো চীনে তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে বর্ধিত মুনাফা মার্জিন, উন্নত খরচ কাঠামো এবং অপ্টিমাইজ করা সম্পদ বরাদ্দ থেকেও উপকৃত হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডেটা দেখায়, ২০২৩ সালে চীনে ৫৩,৭৬৬টি বিদেশী-বিনিয়োগকারী উদ্যোগ প্রতিষ্ঠিত হয়েছিল, যা গেল বছরের তুলনায় ৩৯. ৭ শতাংশ বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আরও ৩১,৬৫৪টি উদ্যোগ স্থাপিত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অ্যাস্ট্রাজেনেকা, সুমিতোমো কর্পোরেশন, সৌদি আরামকোসহ বিভিন্ন বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা চীনের বাজার বিষয়ে ক্রমবর্ধমান আগ্রহ প্রকাশ করেছেন।

শান্তা/ফয়সল