কানাডাকে চীনের তৈরি ইভিতে কম শুল্ক নেওয়ার অনুরোধ টেসলার
2024-08-29 15:42:19

আগস্ট ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চলতি সপ্তাহে চীনের তৈরি বৈদ্যুতিক যানবাহনের ওপর ১০০ ভাগ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে কানাডা।

এ সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর আগে করার আগে, অটোয়ার কাছে চীনের তৈরি বৈদ্যুতিক গাড়িতে কম শুল্ক নেওয়ার অনুরোধ জানিয়েছে টেসলা। বুধবার কানাডীয় সরকারের সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে একটি আর্জাতিক নিউজ এজেন্সি।

ফয়সল/শান্তা