সিচাংয়ের জন্য জুটিবদ্ধ সহায়তার উপর জোর দিলেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা
2024-08-29 15:02:29

আগস্ট ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং একটি আধুনিক সমাজতান্ত্রিক নতুন সিচাং গড়ার লক্ষ্যে দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য দৃঢ় জুটিবদ্ধ সহায়তা প্রদানের প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের ন্যাশনাল কমিটির চেয়ারম্যান ওয়াং জুটিবদ্ধ  সহায়তা সংক্রান্ত চতুর্থ কর্ম সম্মেলনে এই মন্তব্য করেন। মঙ্গলবার আঞ্চলিক রাজধানী লাসায় এই কর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই বছর সিচাংয়ে জুটিবদ্ধ সহায়তার ৩০তম বার্ষিকী পালিত হচ্ছে।

গত তিন দশকে সিচাংয়ের জন্য জুটিবদ্ধ সহায়তা কাজের উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করে, ওয়াং  হুনিং এই অঞ্চলের জন্য লক্ষ্যযুক্ত, পদ্ধতিগত এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রচারের প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন এবং সহায়তা কাজের দ্বারা প্রাপ্ত ব্যাপক সুবিধাগুলোকে উন্নত করার জন্য জোর দিয়েছেন।

ওয়াং বলেন, সকল জাতিগোষ্ঠীর মধ্যে আদান-প্রদান ও একীভূতকরণ, জনগণের জীবনযাত্রার উন্নতি, জনগণের সমর্থন সংগ্রহ এবং মাতৃভূমি, চীনা জাতি, চীনা সংস্কৃতি, সিপিসি এবং কর্মকর্তাদের মধ্যে চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্রের সাথে পরিচয়ের অনুভূতি জোরদার করার প্রচেষ্টা করা উচিত।

শান্তা/ফয়সল