২০২৪ ‘বেল্ট অ্যান্ড রোড’ গণমাধ্যম সহযোগিতা ফোরাম চীনে অনুষ্ঠিত
2024-08-29 18:08:34

অগাস্ট ২৯: গতকাল (বুধবার) ২০২৪ সালের ‘বেল্ট অ্যান্ড রোড’ গণমাধ্যম সহযোগিতা ফোরাম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের প্রচারমন্ত্রী লি সু লেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।

ফোরামে অংশগ্রহণকারীরা বলেছেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ ইনিশিয়েটিভ চীনের উত্থাপিত, এর সুফল এবং সুযোগ গোটা বিশ্ব উপভোগ করে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০১৩ সালে এই গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ উত্থাপন করার পর থেকে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহযোগিতা সমৃদ্ধভাবে উন্নয়ন হচ্ছে এবং তা ফলপ্রসূ হয়েছে।

অংশগ্রহণকারীরা মনে করেন, গণমাধ্যম হল উন্নয়নের সুফল প্রদর্শনের জানালা এবং বাস্তব সহযোগিতা জোরদার করার মাধ্যম। বিভিন্ন পক্ষের জয়-জয় সহযোগিতার গল্প ভালোভাবে জানানো উচিত, যৌথ উন্নয়নের দায়িত্ব পালন করা উচিত, গভীরভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ সংশ্লিষ্ট সহযোগিতার অনুশীলন প্রচার করা উচিত, বিশ্বের জন্য সক্রিয় অবদানও রাখা উচিত। এ ছাড়া, যৌথভাবে গণমাধ্যমকে তথ্যপ্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তথ্যের যোগাযোগ ও বিনিময় জোরদার করতে হবে, যৌথভাবে গণমাধ্যমের সহযোগিতা ও সভ্যতার বিনিময় সম্প্রসারণ করতে হবে।

এবার ফোরামের প্রতিপাদ্য হল ‘গণমাধ্যমের সহযোগিতা সম্প্রসারণ ও যৌথ উন্নয়ন বাস্তবায়ন’। ৭৬টি দেশের ১৯১টি গণমাধ্যমের দুই শতাধিক দায়িত্বশীল কর্মকর্তা এবং সাংবাদিক ও বিশেষজ্ঞ এতে অংশ নিয়েছেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)