আগস্ট ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ১৪তম ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ১১তম অধিবেশন অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর। মঙ্গলবার এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লেচির সভাপতিত্বে এনপিসি স্ট্যান্ডিং কমিটির কাউন্সিল অফ চেয়ারপারসনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাবিত এজেন্ডা অনুযায়ী, আইন প্রণেতারা অধিবেশনে একটি খসড়া জ্বালানি আইন, জনস্বাস্থ্য জরুরি প্রতিক্রিয়া আইন ও জাতীয় উদ্যান আইন পর্যালোচনা করবেন। এ ছাড়া জাতীয় প্রতিরক্ষা শিক্ষা আইন, সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন এবং অর্থপাচারবিরোধী আইনের খসড়াও সংশোধন করবেন তারা।
পাশাপাশি আইন প্রণেতারা পরিসংখ্যান আইন এবং তত্ত্বাবধান আইনের খসড়া সংশোধনের বিবেচনা করবেন। এমনকি গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে জাতীয় পদক এবং সম্মানসূচক খেতাব প্রদানের বিষয়ে একটি খসড়া সিদ্ধান্তও বিবেচনা করবেন।
নাহার/শান্তা