আগস্ট ২৮, সিএমজি বাংলা: বাংলাদেশের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হুনান কনস্ট্রাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপ (এইচসিআইজি)।
মঙ্গলবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন কোম্পানিটির বাংলাদেশ শাখার উর্ধতন কর্মকর্তারা। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, পানিসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
প্রাথমিকভাবে এক হাজার মানুষকে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়। আগামী সপ্তাহে রান্না করা খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণ সামগ্রী প্রদান করা হবে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ত্রাণ নিয়ে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে পৌছান কোম্পানির কর্মকর্তারা। সেখানে স্থায়ী জনপ্রতিনিধিরা তাদের স্বাগত জানান এবং বিভিন্ন বিষয়ে চীনের সহযোগিতা কামনা করেন।
এরপর কোম্পানিটির কর্মকর্তারা একটি স্কুলে আশ্রয় নেওয়া বন্যাকবলিত মানুষদের খোঁজ খবর নেন, তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সঙ্গে সহানুভূতি প্রকাশ করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ত্রাণ বিতরণকালে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, 'বাংলাদেশের ইতিহাসে এবারের মতো ভয়াবহ বন্যা কখনও হয়নি। এমন দুঃসময়ে চীন ও চীনের জনগনের পক্ষ থেকে এমন সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত। বন্যার পানি নেমে যাওয়ার পর ভাঙা সড়কসহ সকল স্থাপনা মেরামতে আমি চীন সরকারের কাছে সহযোগিতার আহ্বাম জানাই। একই সঙ্গে ত্রাণ সহায়তার জন্য ধন্যবাদ জানাই।'
এ সময় হুনান কনস্ট্রাকশন কোম্পানির বাংলাদেশ প্রধান তাই বলেন, 'বাংলাদেশের এমন খারাপ সময়ে আমরা চীন ও চীনের জনগনের পক্ষ থেকে সহানুভূতি প্রকাশ করছি। আমরা এমন বিপদে দাঁড়াতে পেরে একটু হলেও ভালো বোধ করছি। মানুষের এমন অবস্থা দেখে আমাদের হৃদয় ভেঙে গেছে। চীন বন্ধু হিসেবে সব সময় বাংলাদেশের পাশে থাকবে।
এদিকে চীনা প্রতিষ্ঠান হুনানের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দিত বন্যাকবলিত মানুষেরা। তারা চীন ও চীনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, বন্যার পানিতে গত কয়েকদিন থেকে আমরা মানবেতর জীবন পার করছি। চীনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেয়ে খুব ভালো লাগছে। চীন আমাদের সত্যিকারের বন্ধু।
হুনান কনস্ট্রাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপ (এইচসিআইজি) মূলত আবাসন, সড়ক ও সেতু নির্মাণ, পানি সংরক্ষণ ও স্থানান্তর প্রকল্প নির্মাণসহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এছাড়া প্রতিষ্ঠানটি গবেষণা, নকশা প্রণয়ন, রিয়েল এস্টেট বিজনেস, শিল্প বিনিয়োগও করে থাকে।
১৯৫০ এর দশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ শুরু করে এই প্রতিষ্ঠান। বর্তমানে বিশ্বের ৫৯টি দেশ এবং অঞ্চল জুড়ে তাদের কর্ম পরিধি প্রসারিত হয়েছে। বর্তমানে এই কোম্পানির ১২টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।
টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের ফেনী, কুমিল্লাসহ ১০ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ফলে পানিবন্দী হয়ে অসহায়ভাবে দিনপার করছেন বাংলাদেশের লাখ লাখ মানুষ। অসহায় এসব মানুষের পাশে চীনা দূতাবাসসহ বিভিন্ন চীনা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। এবার সে তালিকায় যুক্ত হলো হুনান কনস্ট্রাকশন কোম্পানি।
শুভ/শান্তা
ছবি: সিএমজি বাংলা