আগস্ট ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইয়েলো রিভার বা হলুদ নদীকে বলা হয় মাতৃনদী। এর চীনা নাম হোয়াংহো। হোয়াংহো নদীর অববাহিকায় পাঁচ হাজার বছরের বেশি আগে চীনা সভ্যতার যাত্রা শুরু হয়। উত্তর পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে হলুদ নদীর একটি অংশ।
বর্তমানে নিংসিয়া অঞ্চল হলুদ নদীকে দূষণমুক্ত করার জন্য অনেক কাজ পরিচালনা করছে। হোয়াংহো অববাহিকার জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণে বিপুল গুরুত্ব দেয়া হচ্ছে। এসব কাজের ফলে এই অঞ্চলের পরিবেশ ও বাস্তুতন্ত্র আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর। এজন্য পরিবেশবান্ধব পর্যটন বা ইকোটুরিজমেও গুরুত্ব দেয়া হচ্ছে।
শান্তা/নাহার