সম্প্রতি, সুপরিচিত ভারতীয় নৃত্যশিল্পী, গায়ক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তরুণ শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি ১২ সদস্যের প্রতিনিধি দল ইউননান প্রদেশের খুনমিং শহর সফর করে। দলটি ইউননান ইউনিভার্সিটি, ইউননান জাতিগত গ্রাম, ইউননান প্রাদেশিক যাদুঘর, ইউননান সাহিত্য ও শিল্প জাদুঘর এবং অন্যান্য স্থান পরিদর্শন করে। চীন ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর জন্য, সাংস্কৃতিক ও শিল্প বৃত্তের লোকদের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করেন দলের সদ্যরা।
ভারতীয় শিল্পীরা সাংস্কৃতিক ও সৃজনশীল পার্ক পরিদর্শন করেন, যেখানে তাঁরা ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি, যেমন চীনা চা সংস্কৃতি ও ঐতিহ্যবাহী চীনা ক্যালিগ্রাফির অভিজ্ঞতা লাভ করেন। তারপর, তাঁরা ইউননান ইউনিভার্সিটি অফ আর্টস-এ মিউজিক এবং নৃত্য বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।