সিচাংয়ের মালভূমিতে হরিণ
2024-08-28 17:01:47

আগস্ট ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ের মালভূমিতে ঘুরে বেড়াচ্ছে টিবেটান অ্যান্টিলোপ প্রজাতির হরিণ। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় চীনের সাম্প্রতিক কাজের ফলে এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঊনিশশ আশি ও নব্বয়ের দশকে অবৈধ শিকারসহ বিভিন্ন কারণে এরা বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত হয়। টিবেটান অ্যান্টিলোপ সিচাংয়ের নেটিভ স্পিসিস। তবে ভারত ও ভুটানের কোন কোন স্থানে এদের দেখা মেলে। এই প্রজাতির হরিণের পাতলা পশম দিয়ে তৈরি হয় শাহতোষ নামের মহামূল্যবান শাল। সেই কারণে চোরা শিকারীরা সুযোগ পেলেই এদের শিকার করে।

বর্তমানে সিচাংয়ের নাগছু সিটির সার্লিং তসো ন্যাশনাল নেচার রিজার্ভে টিবেটান অ্যান্টিলোপসহ বিভিন্ন প্রজাতির প্রাণী নির্ভয়ে বাস করছে। অবৈধ শিকার, পাচার বন্ধে জোরালো পদক্ষেপ এবং পরিবেশ বিজ্ঞানী ও কর্মীদের অক্লান্ত চেষ্টায় বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে এই সুন্দর প্রজাতির প্রাণী।

শান্তা/নাহার