চলতি প্রসঙ্গ: বিশ্ব রোবট সম্মেলন ও রোবটশিল্পের উন্নয়ন
2024-08-28 16:35:54


বর্তমানে রোবোটিক্স শিল্প একটি দেশের প্রযুক্তিগত উদ্ভাবনের স্তর ও উচ্চমানের উত্পাদন-ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক। ২০২৪ সালের বিশ্ব রোবট সম্মেলন বিগত ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের ১৬৯টি কোম্পানির ৬ শতাধিক রোবট প্রদর্শনীতে স্থান পায়।

সম্মেলনে ২৭ ধরনের মানবসদৃশ রোবট প্রদর্শন করা হয়। একসময় রোবটের রান্না করার দৃশ্য ছিল শুধু সায়েন্স ফিকশনের উপজীব্য। কিন্তু রোবট সম্মেলনে এটি বাস্তবে রূপ পায়। সম্মেলনে উপস্থাপিত রোবটগুলো অনেকটা মানুষের মতো নড়াচড়া করতে পারে। এদের হার্ডডিস্কে আছে বিশাল জ্ঞানের ভাণ্ডার। এআই-এর আবির্ভাবের কারণে এখনকার মানবসদৃশ রোবটগুলো বিভিন্ন কাজে আগের চেয়ে বেশি পারদর্শী হয়ে উঠেছে।

বৃহত্তর প্রেক্ষাপটে রোবট আজ জীবনের অপরিহার্য একটি অংশে পরিণত হয়েছে। ভালোভাবে ব্যবহার করলে রোবট শুধু হাতিয়ার নয়, ববং আমাদের ব্ন্ধু হয়ে উঠতে পারে।

(অনুপমা/আলিম/ছাই)