আগস্ট ২৮, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের ১০০টি বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাস্টারের মধ্যে সর্বাধিক সংখ্যক নিয়ে টানা দ্বিতীয় বারের মতো অগ্রণী অবস্থানে রয়েছে চীন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
এই সংস্থার প্রতিবেদনে দেখা গেছে বিশ্বের শীর্ষ ১০০টি বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাস্টারের মধ্যে ২৬টি রয়েছে চীনে। গত বছর এই সংখ্যা ছিল ২৪। মাকিন যুক্তরাষ্ট্রে রয়েছে ২০টি, জার্মানিতে ৮টি এবং ভারত ও দক্ষিণ কোরিয়ায় চারটি করে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সেরা ১০টি বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাস্টারের মধ্যে সাতটি এশিয়ায় এবং তিনটি মার্কিন যুক্তরাষ্ট্রে।
ডব্লিউআইপিওর মহাপরিচালক ড্যারেন টাং বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাস্টারগুলো হল জাতীয় ইনোভেশন ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ ভিত্তি। উন্নত দেশের পাশাপাশি উদীয়মান অর্থনীতির দেশগুলোতেও এর সংখ্যা বাড়ছে।
শান্তা/নাহার