‘বিশ্ব বাণিজ্যে মার্কিন পদক্ষেপই উদ্বেগ বাড়াচ্ছে’
2024-08-27 18:45:18

আগস্ট ২৭, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব বাণিজ্যে মার্কিন পদক্ষেপই নতুন যুগের বাণিজ্য-যুদ্ধে সবচেয়ে বড় উদ্বেগের উৎস বলে মনে করে চীন। একটি মার্কিন মিডিয়া আউটলেটে প্রকাশিত সাম্প্রতিক এক নিবন্ধে মন্তব্য করা হয়েছে, উৎপাদন খাতে ক্রমবর্ধমান বিনিয়োগে চীনের ‘ওভারক্যাপসিটি’ বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্যকে চাপে ফেলবে এবং একটি নতুন বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়াবে। ওই নিবন্ধ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান সোমবার মন্তব্য করেন, বিশ্বব্যাপী ‘মেড ইন চায়না’র জনপ্রিয়তা বেড়েছে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের কারণে, ভর্তুকিযুক্ত ডাম্পিংয়ের কারণে নয়।

লিন চিয়ান বলেন, বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনকে স্থিতিশীল রাখতে এবং প্রযুক্তিগত অগ্রগতি এবং বিশ্বের শিল্প আপগ্রেড রাখতে চীন সাহায্য করে আসছে। তিনি আরও বলেন, টানা ১৫ বছর ধরে বিশ্ব পণ্য রপ্তানির বাজারে চীন প্রথম স্থানে আছে, আমদানিতে আছে দ্বিতীয় স্থানে।

মুখপাত্র উল্লেখ করেন, যখনই যুক্তরাষ্ট্র কোনো সমস্যায় পড়ে, তখন কিছু আমেরিকান ও দেশটির গণমাধ্যম বিশ্ববাসীর মনোযোগ সরিয়ে নিতে অন্য দেশকে বলির পাঁঠা বানায়।

লিন চিয়ান বলেন, যুক্তরাষ্ট্র বৈষম্যমূলক ভর্তুকি অবলম্বনের জন্য নতুন মুদ্রাস্ফীতি হ্রাস আইন গ্রহণ করেছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আপিল বডিতে নতুন বিচারক নিয়োগে বাধা দেওয়ার পাশাপাশি অন্য দেশের পণ্যের ওপর নির্বিচারে উচ্চ শুল্ক আরোপ করেছে।

লিন আরও উল্লেখ করেন, গত বছর, ডব্লিউটিও সদস্যদের মধ্যে, যুক্তরাষ্ট্র একাই বাণিজ্যে প্রযুক্তিগত বাধা সম্পর্কিত ৪৫৪টি বিজ্ঞপ্তি জমা দিয়েছে। যা বাকি পাঁচ সদস্যের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি।

চীন উচ্চমানের উন্মুক্তকরণকে আরও প্রসারিত করবে এবং বৈশ্বিক প্রবৃদ্ধির জন্য নতুন চালিকাশক্তিকে লালন করবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন।

ফয়সল/শান্তা