আগস্ট ২৭, সিএমজি বাংলা ডেস্ক: বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫ আস্থায়ীভাবে আগামী বছরের ২৫ থেকে ২৮ মার্চ দক্ষিণ চীনের হাইনান প্রদেশের বোয়াওতে অনুষ্ঠিত হবে। সোমবার বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এ ঘোষণা প্রদান করেন।
এসময় বান কি মুন বলেন, বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে, আঞ্চলিক সংঘাত বাড়ছে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়ন ধীরে ধীরে হচ্ছে।
বিশ্ব শান্তি বজায় রাখতে এবং বৈশ্বিক উন্নয়নের প্রচারে এশিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালের বার্ষিক সম্মেলন এশিয়ার উন্নয়নের উপর ফোকাস করা হবে। যেখানে বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এবং একটি ভাগ করা ভবিষ্যতের জন্য অভিন্ন উন্নয়নের লক্ষ্যে প্রধান বৈশ্বিক সমস্যাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে।
ঐশী/শান্তা