ব্যাংককে বোআও এশীয় ফোরামের গোলটেবিল সম্মেলন আয়োজিত
2024-08-27 17:09:17

অগাস্ট ২৭: থাইল্যান্ড সময় গতকাল (সোমবার) ব্যাংককে বোআও এশীয় ফোরামের একটি গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এতে অভিনন্দনবাণী পাঠিয়েছেন।

বোআও এশীয় ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য হল ‘বিশ্বের ভবিষ্যত, এশিয়ার দৃষ্টিকোণ’। এতে প্রধানত আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের ভবিষ্যত শীর্ষ সম্মেলনে এশিয়ার দৃষ্টিকোণ থেকে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার পদ্ধতি নিয়ে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া, এশিয়ার বিভিন্ন দেশকে জাতিসংঘের ২০৩০ কর্মসূচী ও টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে আহ্বান জানানো হয়েছে।

বোআও এশীয় ফোরামের মহাসচিব চাং চুন বলেন, ভবিষ্যত শীর্ষ সম্মেলনের সামনে অনেক কঠোর কর্তব্য আছে। এশিয়া দেশগুলো বিশ্বের কেন্দ্রে রয়েছে, এমন সময় এশিয়ার কণ্ঠ প্রচার এবং চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার প্রস্তাব উত্থাপন করা উচিত।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)