২৪তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা ৮ থেকে ১১ সেপ্টেম্বর চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে অনুষ্ঠিত হবে। এবারের মেলার প্রতিপাদ্য হল ‘বিনিয়োগের মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করা’। গতকাল (সোমবার) রাষ্ট্রীয় পরিষদের সংবাদ কার্যালয় একটি সংবাদ সম্মেলন আয়োজন করে মেলার প্রাসঙ্গিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করে।
চীনের বাণিজ্য উপমন্ত্রী ও উপ-আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি লিং চি বলেন, এবারের মেলায় ধারাবাহিক আন্তর্জাতিক ও পেশাদার বিনিয়োগ প্রচার অনুষ্ঠান আয়োজন করা হবে, বিনিয়োগ ও সহযোগিতার নতুন মডেল অন্বেষণ করা হবে, বৈশ্বিক শিল্প সহযোগিতা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার চেষ্টা করবে। এবারের মেলার প্রধান তিনটি বৈশিষ্ট্যের পরিচয় তুলে ধরেন তিনি।
প্রথমত, আন্তর্জাতিক বিনিয়োগকে হাইলাইট করা। মেলায় ‘চীনে বিনিয়োগ’ এই প্রধান বিষয় কেন্দ্র করে ধারাবাহিক ‘অত্যাধুনিক ও বিশেষায়িত’ বিনিয়োগ প্রচার কার্যক্রমের পরিকল্পনা করা হবে। অংশগ্রহণকারীরা যাতে আরও ভালোভাবে বিনিয়োগ বিষয়ে আলোচনা করতে পারেন সেজন্য মেলায় ২৬ হাজার বর্গমিটারের প্রদর্শনী হল বিশেষভাবে নকশা করা হয়েছে। সেখানে ৪দিনব্যাপী মেলায় প্রায় ৫০টি বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করা হবে।
দ্বিতীয়ত, পেশাদার ডকিং হাইলাইট করা। মেলায় সম্পূর্ণরূপে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা পালন করা হবে, আরও বেশি নেতৃস্থানীয় আন্তর্জাতিক আর্থিক মূলধন সংস্থা আকর্ষণ করা হবে, বিভিন্ন ধরনের আর্থিক মূলধন বিনিয়োগ প্রচার কার্যক্রম পরিকল্পনা করা হবে। বর্তমান তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন জ্বালানি, জীবন ও স্বাস্থ্য, সরঞ্জাম উত্পাদন ইত্যাদি ক্ষেত্রে প্রায় ৪০০টিরও বেশি অর্থায়ন তথ্য সংগ্রহ করা হয়েছে এবং অনলাইন ও অফলাইন চ্যানেলের মাধ্যমে প্রকল্প ও অর্থের ডকিং সহযোগিতা প্রচার করা হবে।
তৃতীয়ত, আন্তর্জাতিক সহযোগিতাকে হাইলাইট করা। মেলাটিতে বিভিন্ন দেশের সরকারি বিভাগ, শিল্প সংস্থা ও উচ্চমানের কোম্পানি ব্যাপকভাবে আমন্ত্রণ জানানো হয়, এখন ৯০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদল মেলায় অংশগ্রহণ নিশ্চিত করেছে। মেলার আয়োজন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করবে, ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’র আওতায় যৌথ নির্মাণে কাজ করবে।
ফুচিয়ান প্রদেশের ভাইস গভর্নর ওয়াং চিন ফু বলেন, এবারের মেলায় বিনিয়োগ প্রচার, শিল্প উদ্ভাবন ও উন্নয়ন এবং প্রকল্প ও মূলধন ডকিং— এ ৩টি থিমযুক্ত প্রদর্শনী হল স্থাপন করা হবে। প্রদর্শনী এলাকার স্থাপনে ‘বিনিয়োগ আকর্ষণ’, ‘বিদেশে বিনিয়োগ ও বিদেশি প্রকল্প গ্রহণ’ ‘বৈশ্বিক বাস্তব সহযোগিতা’ ইত্যাদি আলোচিত বিষয়কে কেন্দ্র করে দ্বিমুখী বিনিয়োগের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করবে।
চলতি বছর হল চীনের প্রথম ব্যাচ জাতীয় অর্থনৈতিক উন্নয়ন এলাকা প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। মেলার কেন্দ্রীয় প্রদর্শনী এলাকায় বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও চীনের বাহ্যিক বিনিয়োগের প্রধান পদক্ষেপ ও ফলাফল, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন এলাকা প্রতিষ্ঠার ৪০ বছরের অসামান্য অর্জন এবং বৈশ্বিক উন্নয়ন ও সহযোগিতায় চীনের কাজ ও অবদান প্রদর্শন করা হবে।
এবারের মেলায় বিশেষভাবে ৪৭ হাজার বর্গমিটারের শিল্প উদ্ভাবন ও উন্নয়ন প্রদর্শনী হল স্থাপন করা হবে, যা ব্রিক্স সহযোগিতা, শিল্প সরবরাহ চেইন উদ্ভাবন, নতুন মানের উত্পাদন শক্তি, সবুজ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রকে কেন্দ্র করে, ব্রিক্স দেশগুলোর নতুন শিল্প বিপ্লব, ডিজিটাল অর্থনীতি, জাতীয় সরবরাহ চেইন উদ্ভাবন, নতুন জ্বালানি ও সবুজ উদ্ভাবন এবং আন্তর্জাতিক নিরাপত্তা প্রযুক্তি এ ৫টি বিশেষ প্রদর্শনী এলাকায় আঞ্চলিক বিনিয়োগ সহযোগিতা ফলাফল, শিল্প উদ্ভাবন ও উন্নয়নের নতুন প্রযুক্তি ও পণ্য, কৌশলগত উদীয়মান শিল্প এবং ভবিষ্যতে শিল্প উন্নয়নের প্রবণতা প্রদর্শন করা হবে।
লিং চি আরও পরিচয়ে করিয়ে বলেন, এবারের মেলায় অনেক আন্তর্দেশীয় কোম্পানি অংশগ্রহণ করার পাশাপাশি অনেক শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানিকে আকর্ষণ করেছে। মেলার বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে সব অংশগ্রহণকারীদেরকে ‘চীনে বিনিয়োগের’ বিপুল সম্ভাবনা প্রদর্শন করা হবে।
(তুহিনা/হাশিম/লিলি)