আগস্ট ২৭: বেইজিংয়ে সফররত কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হুন মানি, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় সংগঠন বিভাগের মন্ত্রী লি কান চিয়ের সাথে বৈঠক করেছেন।
বৈঠককালে লি বলেন, চীন ও কম্বোডিয়া বরাবরই আন্তরিক বন্ধু ও ঘনিষ্ঠ ভাই। দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর উচ্চপর্যায়ের গুরুত্ব দেয় চীন এবং কম্বোডিয়ার সাথে দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করবে, যাতে নতুন যুগে চীন ও কম্বোডিয়ার অভিন্ন কল্যাণের সমাজ গঠন বাস্তবায়ন করা যায় এবং দু’দেশের জনগণকে কল্যাণ বয়ে আনা যায়।
হুন মানি বলেন, দীর্ঘকাল ধরে চীনের আন্তরিক সমর্থনের জন্য তাঁর দেশ কৃতজ্ঞ। চীনের কেন্দ্রীয় স্বার্থে কম্বোডিয়াও সমর্থন দিয়ে যাবে বলে জানান তিনি। চীনের সাথে বেসামরিক প্রশাসনসহ বিভিন্ন খাতের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে তাঁর দেশ ইচ্ছুক বলেও জানান হুন মানি।
(সুবর্ণা/হাশিম/রুবি)