বিশ্বে প্রথম অর্থোপেডিক মেডিক্যাল সরঞ্জাম প্রিন্ট করলো চীন
2024-08-27 18:41:55

আগস্ট ২৭, সিএমজি বাংলা ডেস্ক: থ্রিডি প্রিন্টার প্রযুক্তিতে বেশ খানিকটা এগিয়েছে চীন। বিশ্বে প্রথমবারের মতো অর্থোপেডিক মেডিক্যাল সরঞ্জাম প্রিন্ট করতে সক্ষম হয়েছে সিছুয়ানের একটি মেডিক্যাল প্রযুক্তি কোম্পানি।

আঘাতপ্রাপ্ত রোগীদের চিকিৎসার জন্য তৈরি করতে হয় প্লাস্টার কাস্ট। রোগীর ধরন ও শরীরের কাঠামো অনুযায়ী অনেক সময় মাপমতো পাওয়া যায় না এই কাস্ট। এ সমস্যার সমাধান দেখিয়েছে চীনের তৈরি থ্রিডি প্রিন্টার।

থ্রিডি হাইস্পিড প্রিন্টিং সিস্টেমটি তৈরি করেছে ছেংতুর ওয়েস্ট চায়না পাইটেক কোম্পানি। প্রিন্টারটি থেকে তৈরি করা যাচ্ছে প্লাস্টার কাস্টসহ নানা ধরনের মেডিক্যাল সরঞ্জাম। আর এ প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে চীনের ১৬টি প্রদেশ ও অঞ্চলে।

ওয়েস্ট চায়না পাইটেক-এর জেনারেল ম্যানেজার সুন মিয়াও জানালেন, ‘আগের মেশিনগুলো এ ধরনের প্রিন্ট করতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় নেয়। কিন্তু আমাদের মেশিনে এ সময় কমিয়ে এনেছে। এটি রোগীদের বেশ ভালো ও দ্রুত চিকিৎসা দিতে পারছে।’

থ্রিডি প্রিন্টিংয়ের পাশাপাশি, কোম্পানিটি চিকিৎসা পুনর্বাসনেও অগ্রণী ভূমিকা রাখছে। তাদের প্রিন্ট করা পণ্যগুলোর মধ্যে আছে কন্ট্রোলার স্টিকসহ একটি রোবোটিক ডিভাইস যা সব দিকে নাড়ানো যায়। এতে রোগীরা চীনের ঐতিহ্যবাহী মাহজং ও টাইল খেলা খেলতে পারছে সহজে।

ওয়েস্ট চায়না পাইটেকের লজিক্যাল ফিচার টিমের প্রধান চাং থাইলুয়ের মতে, থ্রিডি প্রিন্টারে তৈরি কন্ট্রোল স্টিক কতটা সক্রিয় হবে তা রোগীর ইচ্ছার ওপর নির্ভর করে সমন্বয় করা যাবে।

ওয়েস্ট চায়না পাইটেকের লজিক্যাল ফিচার টিমের প্রধান চাং থাইলুয়ে জানালেন, ‘বৃদ্ধাশ্রম ও বাড়িতে থেকে বৃদ্ধদের জন্য আমরা সরঞ্জামগুলো তৈরি করছি। বয়স্করা উপরতলা থেকে নিচে নামলেই আমাদের যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারছেন। এগুলো ব্যবহার করতে বড়জোর কয়েক মিনিট লাগবে।’

এ পদ্ধতিতে রোগীর চাহিদা ও মাপমতো যন্ত্র তৈরি করা যায় বলে, ব্যক্তিগত পর্যায়েও বাড়ছে থ্রিডি প্রিন্টারের চাহিদা। আর এতে করে নতুন এক থ্রিডি প্রিন্টিং বাণিজ্যের হাতছানি দেখা যাচ্ছে চীনে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি