প্রথম সাত মাসে চীনে বিদেশি পর্যটকের সংখ্যা ৪০৩ শতাংশ বেড়েছে
2024-08-27 17:16:14

অগাস্ট ২৭: আজ (মঙ্গলবার) সকালে চীনের রাষ্ট্রীয় পরিষদের এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, ৫.৭২২ মিলিয়ন বিদেশি পর্যটক চীনে এসেছে। পাশাপাশি, ৩.৮০৩ মিলিয়ন বিদেশি মানুষ ব্যবসায়িক কাজে চীনে এসেছেন এবং ১.৭২৩ মিলিয়ন বিদেশি আত্মীয় ও বন্ধুদের সঙ্গে দেখার জন্য চীনে এসেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় খাত অনুযায়ী যথাক্রমে ৪০৩ শতাংশ, ৮১.৫ শতাংশ ও ১০৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

(জিনিয়া/তৌহিদ/ফেই)