আগস্ট ২৭, সিএমজি বাংলা ডেস্ক: পরিবেশবান্ধব জ্বালানিতে বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারী দেশ হিসেবে চীন তার উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়ার মরু এলাকায় তৈরি করতে যাচ্ছে সৌর প্যানেলের সুবিশাল ‘গ্রেট ওয়াল’।
ইনার মঙ্গোলিয়ার দালাদ বান্নারের কুবুছি মরুর উত্তর প্রান্তে এই মহা প্রকল্পটিকে প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। প্যানেলের এই সারির গড় প্রস্থ হবে পাঁচ কিলোমিটার। বছরে প্রায় ৩ লাখ মানুষ পরিবেশবান্ধব বিদ্যুৎ পাবে এই সৌর প্রাচীর থেকে।
এখন দালাদ বান্নারে পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্প থেকে পাওয়া যাচ্ছে তিন গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ। ২০২৫ সালের শেষ নাগাদ আরও ১৬ গিগাওয়াট যুক্ত হবে বলে জানিয়েছেন অঞ্চলের জ্বালানি ব্যুরো অফিসের পরিচালক লি খাই।
সবুজ শক্তির পাশাপাশি, মরুর বালি চীনের ইয়েলো নদীতে প্রবাহিত হওয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে কাজ করছে সৌর প্যানেলগুলোর সুবিশাল সারি। চীনের দীর্ঘতম সৌর প্যানেলের সারি থেকে প্রায় আট কিলোমিটার দূরে আছে ইয়েলো রিভার। এতে করে নদীটির গুণমান এবং নদীকেন্দ্রিক সম্প্রদায়গুলোর জীবনমানেরও উন্নতি হবে বলে জানান লি খাই।
কুবুছি মরুভূমিতে সৌর প্যানেলের জন্য রয়েছে বিস্তৃত খোলা জমি। বছরে এই অঞ্চলে প্রায় তিন হাজার একশ ঘণ্টা সূর্যালোক থাকে।
ফয়সল/শান্তা