আগস্ট ২৬: তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ দেশটির মন্ত্রিসভা পুনর্গঠন করেছেন। গতকাল (রোববার) এ রদবদল করা হয় বলে প্রেসিডেন্ট প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে।
এই মন্ত্রিসভা রদবদলে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী এবং ৩ জন রাষ্ট্রীয় সচিবসহ ১৯ জন মন্ত্রীকে প্রতিস্থাপন করা হয়েছে। বিবৃতিতে মন্ত্রিসভা রদবদলের কারণ উল্লেখ করা হয়নি। ওইদিনই প্রেসিডেন্ট ভবনে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
চলতি মাসের ৭ তারিখে কাইস সাইদ তৎকালীন প্রধানমন্ত্রী আল-হাচানিকে বরখাস্ত করে কামেল মাদৌরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
চলতি বছরের ৬ অক্টোবর তিউনিসিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাইদ জুলাই মাসে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
(রুবি/হাশিম/সুবর্ণা)