‘একটি সুন্দর হাসি’
2024-08-26 10:04:55

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন ওয়াং সু লংয়ের কন্ঠে 'একটি সুন্দর হাসি' শীর্ষক গান। এখন শোনাবো 'একটু মিষ্টতা' শীর্ষক গান। ওয়াং সু লং ও নারী গ্রুপ 'পাইথু'-র দু'জন সদস্য একসঙ্গে গানটি গেয়েছেন। গানটি ২০১২ সালে রিলিজ হয়। গানটি হলো চীনের তাইওয়ানের একটি টিভি সিরিজের থিম সং। পরে টেসেন্ট কোম্পানির প্রকাশিত এক ইন্টারনেট গেমসে এ গান থিম সং হিসেবে ব্যবহৃত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং সু লংয় ও ও নারী গ্রুপ 'পাইথু'-র কন্ঠে 'একটু মিষ্টতা' শীর্ষক গান। এখন শোনাবো হুয়াং লেই’র কন্ঠে ‘জিজ্ঞাসা’ শীর্ষক গান। হুয়াং লেইয়ের পিতা একজন অভিনেতা। তিনি চীনের কেন্দ্রীয় পরীক্ষামূলক নাটক একাডেমিতে দশ বছরেরও বেশি সময় নাটকে অভিনয় করেছেন। পাঁচ বছর বয়স থেকে হুয়াং লেই নাটকে অভিনয় করা শুরু করেন। পিতা-মাতা ছাড়াও তাঁর একজন বড় বোন আছে। হুয়াং লেই’র পরিবার খুবই সুখের। তাঁর স্ত্রীও একজন সুন্দর ও বিশিষ্ট অভিনেত্রী। তাঁর দু’টি মেয়ে ও একটি ছেলে আছে। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন হুয়াং লেই’র কন্ঠে ‘জিজ্ঞাসা’ শীর্ষক গান। এখন শোনাবো নারী কন্ঠশিল্পী সুন শেং সি’র কন্ঠে ‘পালিয়ে যাবো’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: কার জন্য চেষ্টা করি? স্বপ্নকে অনুসরণ করার চেষ্টা করি? ভালোবাসা বোঝার মতো। সে আমি, সে আমি, আমার ভয় লাগে যে, আমাদের যোগ্যতা নেই। তুমি পালিয়ে গেছো ও কখনও ফিরে আসবে না। Come away come away with me, No more tears no more fears with me, Come away with me। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন সুন শেং সি’র কন্ঠে ‘পালিয়ে যাবো’ শীর্ষক গান। এখন শোনাবো কন্ঠশিল্পী চাং ই স্যিংয়ের কন্ঠে  ‘জেড’ শীর্ষক গান। ২০১৯ সালের আগষ্ট মাসে ফোর্বস প্রকাশিত চীনের ১০০ জন বিখ্যাত ব্যক্তির নামতালিকায় চাং ই স্যিং ১১তম স্থান লাভ করেন। গানটি গত ২০ মে প্রকাশিত হয়। গানটি তাঁর নতুন তথা চতুর্থ অ্যালবামে অন্তর্ভুক্ত হয়েছে। গানটিতে বেইজিং অপেরা ও পপ সংগীতের মিশ্রণ দেখা যায়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং ই স্যিংয়ের কন্ঠে  ‘জেড’ শীর্ষক গান। এখন শোনাবো চিয়াং ইউ হেংয়ের কন্ঠে ‘সর্বশেষ কোমলতা’ শীর্ষক গান। ১৯৯৭ সালের মার্চ মাসে চিয়াং ইউ হেং নতুন সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে 'ম্যাপ' শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন। ২০০০ সালে তিনি চীনের সিআন শহরের টিভি কর্তৃক আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন। ২০০১ সালে চিয়াং ইউ হেংয়ের নতুন অ্যালবাম প্রকাশিত হয়। ২০০১ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/ওয়াং হাইমান)