সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’; আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
(গান ১)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড উথিয়াওরেন’-এর ‘গভীর রাত’ শীর্ষক গানটি। আজকের আসরে আমি আপনাদেরকে উথিয়াওরেন’র পরিচয় দেবো এবং এর কয়েকটি গান শোনাবো। ব্যান্ডটি হলো চীনের মূল-ভূভাগের একটি লোকসঙ্গীত দল। ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। দলটি প্রধান গায়ক ও গিটারিস্ট মাও থাও, প্রধান গায়ক ও টনিক গিটার, অ্যাকর্ডিয়ন রেন খ্য এবং ড্রামার মিয়াও ছাংচিয়াং-কে নিয়ে গঠিত। প্রথমে শোনাবো ব্যান্ডটির ‘আচেন আছিয়াংকে ভালোবেসেছে’ শীর্ষক গান। গানটি একটি কার্টুনের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ২)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ডটির ‘আচেন আছিয়াংকে ভালোবেসেছে’ শীর্ষক গান। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত মাও থাও এবং রেন খ্য একাধিক বার কুয়াংচৌয়ে আসেন। রেন খ্য মাও থাও’র সঙ্গীতদলে যোগ দিলে চূড়ান্ত উ থিয়াও রেন সঙ্গীতদল গঠিত হয়। তখনকার পাঁচ জনকে নিয়ে গঠিত উথিয়াওরেন সঙ্গীত দল কখনও গান পরিবেশন করেনি, কিন্তু নামটি রেখে দেওয়া হয়। ২০০৭ সালে মাও থাও ও রেন খ্য তাঁদের সৃষ্ট শিল্পকর্ম নিয়ে গোছগাছ করতে শুরু করেন। ২০০৮ সালে মাও থাও এবং রেন খ্য-কে নিয়ে গঠিত নতুন উ থিয়াও রেন সঙ্গীতদলটি আনুষ্ঠানিকভাবে তাঁদের সঙ্গীত ক্যারিয়ার শুরু করে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘গ্লোব’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৩)
বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড উথিয়াওরেন’র ‘গ্লোব’ শীর্ষক গান। সঙ্গীতদল উ থিয়াও রেনের ‘হিল রোডের সুদর্শন ছেলে’ গানটি ২০০৯ সালের জুলাই মাসে প্রকাশিত ‘হাইফেংয়ের একটি গল্প’ নামক অ্যালবাম থেকে নেওয়া। উ থিয়াও রেন অ্যালবামের প্রযোজক ছিলেন এবং ২০১০ সালে এ অ্যালবামের জন্য তাদের ব্যান্ড চীনা সঙ্গীত পুরস্কারের ‘সেরা সঙ্গীতদল পুরস্কার’-এর জন্য মনোনয়ন লাভ করে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘কুয়াংতুংয়ের মেয়ে’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৪)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড উথিয়াওরেন’র ‘কুয়াংতুংয়ের মেয়ে’ শীর্ষক গান। ২০১২ সালের মে মাসে উথিয়াওরেন ‘অন্যান্য কিছু দৃশ্য’ শীর্ষক অ্যালবাম প্রকাশ করে। ২০১৫ সালের প্রথম দিকে সঙ্গীতদল ব্যাড-হেড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে একই বছরের মার্চ মাসে তাদের তৃতীয় অ্যালবাম ‘কুয়াংতুংয়ের মেয়ে’ প্রকাশ করে। অ্যালবামে মোট ১৩টি গান অন্তর্ভুক্ত হয় এবং এর মধ্যে অধিকাংশ ম্যান্ডারিন ভাষার গান। আগের দু’টো অ্যালবামের মতো হাইফেং উপভাষা প্রধান ভাষা নয়। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘বিশ্বের আদর্শ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৫)
বন্ধুরা, আপনারা শুনছিলেন উথিয়াওরেন’র ‘বিশ্বের আদর্শ’ শীর্ষক গান। ২০১৬ সালের ডিসেম্বরে উ থিয়াও রেন তাঁদের চতুর্থ স্টুডিও অ্যালবাম “ড্রিম-ল্যান্ড লিসা হেয়ার সেলুন” প্রকাশ করে। সেপ্টেম্বরে তাঁরা শানথৌ বিশ্ববিদ্যালয়ে ওপেন কনসার্টের আয়োজন করে। ২০১৭ সালের ২৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তাঁরা সারা দেশে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। ‘প্রথম ভালোবাসা’ হচ্ছে অ্যালবামের প্রধান গান। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘প্রথম ভালোবাসা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)