অগাস্ট ২৫: প্যারিস অলিম্পিক গেমসে চীনের খেলোয়াড় দলের অসাধারণ পারফর্মেন্স বিশ্ববাসীর নজর কেড়েছে। খেলোয়াড়দের উচ্চ মানের ক্রীড়া নৈপুণ্য ও চেতনা চীনে অসংখ্য ক্রীড়াপ্রেমীদের অনুপ্রাণিত করেছে। এর প্রভাবে দেশে গণশরীরচর্চা আরও উন্নত হচ্ছে।
হাংচৌ শহরের একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে একটি টেবিল টেনিসের প্রশিক্ষণ কোর্স চলছে। ৮ বছর বয়সী চাং ছাও ই গ্রীষ্মের ছুটিতে প্রায় প্রতিদিন প্রশিক্ষণে অংশগ্রহণ করে। সে জানায়, ‘আগে প্রতিদিন ৫ ঘণ্টা চর্চা করতাম, এখন দিনে ৩ ঘণ্টা চর্চা করি। আজ আবারও ৫ ঘণ্টা চর্চা করবো। কষ্ট হলেও, আমি অনেক খুশি।’
কেন্দ্রটির প্রধান জানান, তাদের কেন্দ্রে এখন অনেক নতুন সদস্য হয়েছে। তাদের বয়স ৪ থেকে ৫০ বছর পর্যন্ত। আগের চেয়ে প্রশিক্ষণকারীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে।
এক কর্ম দিবসের সন্ধ্যায় সাংবাদিক বেইজিং স্বর্গ মন্দিরের খেলাধুলা কেন্দ্রে যান। দেখা যায়, হালকা বৃষ্টির মধ্যেও মাঠে অনেক মানুষ দৌড়ায়, ফুটবল মাঠে অনেক মানুষ খেলা করে।
কেন্দ্রটির প্রধান লু ফেং জানান, অলিম্পিক খেলোয়াড়দের ভাল পারফর্মেন্সর কারণে বেইজিংয়ের তং ছেং জেলায় ক্রীড়া ও ব্যায়ামে আগ্রহী মানুষের সংখ্যা বেড়েছে। যেমন, তং তান ক্রীড়া কেন্দ্র, তি থান ক্রীড়া কেন্দ্র ও স্বর্গ মন্দির ক্রীড়া কেন্দ্রের স্থাপনা বুকিংয়ের হার আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেড়েছে।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)