চীনা বিমান বাহিনীর বা-ই এরোব্যাটিক দল মিশরীয় এয়ার শোতে অংশ নেবে
2024-08-25 18:25:18

অগাস্ট ২৫: চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) প্রকাশিত সংবাদে জানায়, মিশরীয় বিমান বাহিনীর আমন্ত্রণে চীনা পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স বা-ই এরোব্যাটিক দল পাঠিয়ে অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত মিশরীয় এয়ার শোতে অংশ নেবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)