অগাস্ট ২৪: ভারতের প্রথম পুনঃব্যবহারযোগ্য হাইব্রিড রকেট, 'রুম-১', তামিলনাড়ু-ভিত্তিক স্পেস জোন ইন্ডিয়ার উদ্যোগে আজ (শনিবার) চেন্নাই থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। রকেটটি একটি মোবাইল লঞ্চার ব্যবহার করে মহাকাশে পাঠানো হয়েছে।
জিনিয়া/তৌহিদ/আকাশ