সিএমজি মহাপরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক ব্রডকাস্টিং সার্ভিসের (ওবিএস) সিইও-র চিঠি
2024-08-24 18:19:59

অগাস্ট ২৪: গতকাল (শুক্রবার) চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক সেন হাই সিয়োংকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক ব্রডকাস্টিং সার্ভিসের (ওবিএস) সিইও আইওনিস এক্সকোস। প্যারিস অলিম্পিকের সময় বিশ্বকে উচ্চ মানের সিগন্যাল পরিষেবা প্রদানের জন্য সিএমজি’র প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সিএমজি মহাপরিচালককে লেখা চিঠিতে তিনি বলেন, অলিম্পিক সম্প্রচার পরিষেবা প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের সাফল্য এবং বিশ্বজুড়ে এর বিশাল প্রভাব নিয়ে তিনি আনন্দিত। এই সাফল্য সম্প্রচারের অংশীদারদের চমত্কার সহযোগিতার কারণে, বিশেষ করে সিএমজি বিশ্বকে উচ্চ-মানের গণ সিগন্যাল পরিষেবা দিয়েছে।

জনাব আইওনিস ৮কে সিগন্যাল সফলভাবে বিতরণের জন্য সিএমজিকে অভিনন্দন জানান এবং বর্তমান বিশ্বের নেতৃস্থানীয় অত্যাধুনিক প্রযুক্তি অন্বেষণ করার বিষয়ে ভবিষ্যতে সিএমজি’র সঙ্গে আরও সহযোগিতা করতে চান। তিনি শীঘ্রই সিএমজি মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশাও করেন।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)