‘দক্ষিণ আফ্রিকার নতুন সরকার চীনের সাথে সহযোগিতা বাড়াবে’
2024-08-23 10:24:41

আগাস্ট ২৩: দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পল মাশাটাইল গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, দেশটির নতুন সরকার চীনের ব্যাপারে বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে যাবে এবং আর্থ-বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় আর সহযোগিতা জোরদার করবে।

এ দিন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত উ পেংয়ের পরিচয়পত্র গ্রহণকালে মাশাটাইল আরও বলেন, দক্ষিণ আফ্রিকা ও চীনের মৈত্রী সুদীর্ঘকালের। দক্ষিণ আফ্রিকার উন্নয়নে চীনের আন্তরিক সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এ সময় চীনা রাষ্ট্রদূত উ পেং বলেন, বর্তমানে চীন ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক ‘স্বর্ণযুগে’ প্রবেশ করেছে। নতুন বৈশ্বিক পরিস্থিতিতে, চীন-দক্ষিণ আফ্রিকা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা কেবল দু’দেশের দীর্ঘকালীন স্বার্থের জন্য সহায়ক নয়, বরং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক। চীন দক্ষিণ আফ্রিকার সাথে বিভিন্ন খাতের সংলাপ ও সহযোগিতা জোরদার করবে এবং যৌথভাবে দ্বিপাক্ষিক গুণগত মানের অভিন্ন কল্যাণের সমাজ গঠন করবে বলেও তিনি উল্লেখ করেন। (সুবর্ণা/আলিম/প্রেমা)