আগস্ট ২৩: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) বিকেলে মিনস্কে, বেলারুশের প্রধানমন্ত্রী রোমান-গোলোভচেঙ্কোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে তিনি বলেন, চীন ও বেলারুশ একে অপরের কেন্দ্রীয় স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দেয়। পরস্পরের ভালো বন্ধু ও অংশীদার হিসেবে, দু’দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল উন্নয়নে কাজ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর করতে সচেষ্ট আছে।
তিনি আরও বলেন, চীন বেলারুশের সাথে বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, সবুজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এবং শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের মতো খাতে বিনিময় বাড়াতে আগ্রহী।
জবাবে গোলোভচেঙ্কো বলেন, বেলারুশ চীনের ভালো বন্ধু ও অংশীদার হিসেবে, দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ মেনে চলে। এ ছাড়া, চীনের সাথে যৌথভাবে “বেল্ট অ্যান্ড রোড” কাঠামোর আওতায়, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে, স্থানীয় ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে, আন্তর্জাতিক ও বহুপাক্ষিক বিষয়াদিতে সমন্বয় ঘনিষ্ঠতর করতে আগ্রহী বেলারুশ।
বৈঠকের পর প্রধানমন্ত্রীদ্বয় ‘চীন-বেলারুশ বৈজ্ঞানিক উদ্ভাবন বছর ২০২৪-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং ‘চীন-বেলারুশ সরকারি যৌথ বিজ্ঞপ্তি’ স্বাক্ষর করেন। পাশাপাশি, তাঁরা বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। (প্রেমা/আলিম/ছাই)