আগস্ট ২২: সাম্প্রতিক বছরগুলোতে চীন গভীর সমুদ্রে বৈজ্ঞানিক জরিপ চালিয়েছে, অনেক দেশের সাথে যৌথ বৈজ্ঞানিক অভিযান পরিচালনা করেছে এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের বৈশ্বিক সুরক্ষা এবং টেকসই উন্নয়নের প্রচারে ইতিবাচক অবদান রেখেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সম্প্রতি ২০২৪ সালে ওয়েস্টার্ন প্যাসিফিক ইন্টারন্যাশনাল বৈজ্ঞানিক অভিযান দল ৪৫ দিনব্যাপী সামুদ্রিক সমীক্ষা শুরু করেছে। এই সমুদ্রযাত্রার একটি বিশেষত্ব হল ‘চিও লোং’ মনুষ্যচালিত ডুবোজাহাজে পাঁচটি মহাদেশের ৮ জন বিদেশী বিজ্ঞানীকে প্রথমবারের মতো সহযাত্রী করা।
প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় মাও নিং উল্লেখ করেন যে, চীন সর্বদা আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, চীন ইতোমধ্যেই ১৬০টিরও বেশি দেশ এবং অঞ্চলের সাথে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে এবং ১১৮টি আন্তঃসরকারি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। চীন সমস্ত পক্ষের সাথে সহযোগিতাকে আরও গভীর করা এবং সমস্ত মানবজাতির অধিকতর কল্যাণের জন্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে সকল দেশের অভিন্ন উন্নয়নকে উন্নীত করতে ইচ্ছুক বলেও মুখপাত্র উল্লেখ করেন।
লিলি/হাশিম/প্রেমা