আগস্ট ২২: বেলারুশের প্রধানমন্ত্রী রোমান-গোলোভচেঙ্কোর আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ (বৃহস্পতিবার) সকালে বিমানযোগে মিনস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেশটিতে আনুষ্ঠানিক সফর শুরু করেছেন।
লি ছিয়াং বলেন, চীন ও বেলারুশের জনগণের মৈত্রী সুদীর্ঘকালের। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩২ বছরে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুততার সাথে উন্নত হয়েছে, বিশেষ করে, সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট সি চিনপিং ও প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর নেতৃত্বে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমাগত উন্নতি হয় এবং সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা ধারাবাহিকভাবে সুসংহত হয়েছে, উচ্চমানে ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ’ সহযোগিতা এগিয়ে যাচ্ছে, সাংস্কৃতিক বিনিময় দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে, আন্তর্জাতিক সমন্বয় ফলপ্রসূ হচ্ছে।
তিনি উল্লেখ করেন, চলতি বছরের জুলাই মাসে দু’দেশের রাষ্ট্রপ্রধান পুনরায় বৈঠক করে, চীন-বেলারুশ সম্পর্ক উন্নয়নের জন্য কৌশলগত নির্দেশনা প্রদান করেন। চীন, বেলারুশের সাথে অধিকতরভাবে কৌশলগত সংযুক্ত উন্নয়ন জোরদার করে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করতে, উন্নয়ন সুযোগ ভাগাভাগি করতে, আরো বেশি বাস্তব ফলাফল অর্জন করতে, অব্যাহতভাবে দু’দেশের জনগণের কল্যাণ বাড়াতে, আঞ্চলিক ও বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আরো বেশি অবদান রাখতে ইচ্ছুক।
(প্রেমা/হাশিম/লিলি)