‘চীনের বিদ্যুতচালিত গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক ইইউ-র জন্যও ক্ষতিকর’
2024-08-22 14:04:07

আগাস্ট ২২: চীনের বিদ্যুতচালিত গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ, খোদ ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডারের জন্যও ক্ষতিকর প্রমাণিত হবে। গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, ইইউ’র আচরণ বাণিজ্যে সংরক্ষণবাদ ও অর্থনীতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রকৃষ্ট উদাহরণ। এহেন আচরণ বৈশ্বিক বাস্তবতা ও বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের পরিপন্থি। ইইউ’র সবুজ জ্বালানিসম্পদ রূপান্তর প্রক্রিয়া ও বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টা এতে ক্ষতিগ্রস্ত হবে।

মুখপাত্র আরও বলেন, ইইউ-কে অবিলম্বে নিজের ভুল আচরণ সংশোধন করতে এবং আর্থ-বাণিজ্যিক সমস্যাকে  রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার না-করতে তাগিদ দেয় চীন। এ সংক্রান্ত যে-কোনো মতবিরোধ আন্তরিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যায় বলেও তিনি উল্লেখ করেন। (সুবর্ণা/আলিম/রুবি)