আগস্ট ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিং অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ির বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের আরোপিত শুল্কের খসড়া প্রস্তাব নিয়ে চীনের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, এ তদন্ত হলো সুরক্ষাবাদ এবং রাজনৈতিক আধিপত্যের একটি সাধারণ কর্মকাণ্ড, যা ইউরোপীয় ইউনিয়নের সবুজ রূপান্তর প্রক্রিয়া এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করে। শিল্পমহল ও ব্যবসায়ী সমিতির কণ্ঠকে গুরুত্ব সহকারে নিতে হবে। আমরা ইউরোপীয় পক্ষকে সকল স্তরের বস্তুনিষ্ঠ এবং যুক্তিবাদী কণ্ঠস্বর মনোযোগ সহকারে শোনার এবং অবিলম্বে এর ভুল অভ্যাসগুলোকে সংশোধন করার, চীনের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার, উপযুক্ত সমাধানগুলো অন্বেষণ করার তাগিদ দেই।
(লিলি/হাশিম/প্রেমা)