দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদ্বয়
2024-08-22 15:52:53

আগস্ট ২২: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, গতকাল (বুধবার) মস্কোয়, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে যৌথভাবে, চীন-রাশিয়া প্রধানমন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ব্যাপারে মতৈক্যে পৌঁছান।

বৈঠকে লি ছিয়াং বলেন, চীন রাশিয়ার সাথে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, বন্ধুত্ব, পারস্পরিক সুবিধা, ও জয়-জয় নীতির ভিত্তিতে বাস্তব সহযোগিতা জোরদার করতে এবং নতুন যুগে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।

এ সময় মিশুস্তিন বলেন, রাশিয়া চীনের সাথে পারস্পরিক আস্থা আরও গভীর করতে; অর্থনীতি, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্র সম্প্রসারণ করতে; এবং আন্তর্জাতিক বিষয়াদিতে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে ইচ্ছুক।

বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী, "চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদের মধ্যে ২৯তম নিয়মিত বৈঠকের যৌথ বিবৃতি", "চীন-রাশিয়া বিনিয়োগ সহযোগিতা পরিকল্পনার রূপরেখা"-র নতুন সংস্করণ স্বাক্ষর করেন। এ ছাড়া, দুই প্রধানমন্ত্রী শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, রাসায়নিক শিল্প, পরিবেশবান্ধব নির্মাণ, সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার, আন্তঃসীমান্ত কার্গো পরিবহন, ইত্যাদি খাতে একাধিক  নথি স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

এর আগে, একই দিন সকালে, লি ছিয়াং রাশিয়ার নাম না-জানা সৈনিকদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। (রুবি/আলিম/সুবর্ণা)