মস্কোর দিকে উড়ন্ত ১০টি ড্রোন ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী
2024-08-21 17:33:29

আগস্ট ২১: রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী স্থানীয় সময় আজ (বুধবার) মধ্যরাতে মস্কোর দিকে উড়ন্ত ১০টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কোর মেয়র সোবিয়ানিন আজ সামাজিক যোগাযোগ গণমাধ্যমে এ খবর প্রকাশ করেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্ত দেখায় পতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ কাউকে হতাহত কিংবা কোনো সম্পত্তির ক্ষতি করেনি। রুশ জরুরি বিভাগের কর্মীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে।

(তুহিনা/হাশিম/লিলি)