আগাস্ট ২০: গতকাল ১৯ আগস্ট ছিল বিশ্ব মানবতা দিবস। এ উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় বিশ্বব্যাপী, ত্রাণকর্মীদের শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস। তিনি একই বার্তায়, বিশ্বব্যাপী সকল ত্রাণকর্মী ও বেসামরিক লোকজনের ওপর সবধরনের হামলা বন্ধের আহ্বানও জানান।
বার্তায় তিনি বলেন, গত বছর জাতিসংঘের সমন্বয়ে, বিভিন্ন মানবিক কার্যক্রমে, বিশ্বের ১৪ কোটিরও বেশি মানুষের জীবন রক্ষা পেয়েছে। গুরুতর অর্থসংকটের মধ্যেও ত্রাণকর্মীরা তাদের কাজ চালিয়ে গেছেন।
মহাসচিব বলেন, ২০২৩ সালে বিশ্বে রেকর্ডসংখ্যক ত্রাণকর্মী নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। গাজা, সুদানসহ বিশ্বের বিভিন্ন এলাকায় ত্রাণকর্মী ও বেসামরিক লোকজনের ওপর হামলা হয়েছে; তাঁরা হত্যা, আঘাত, ও অপহরণের শিকার হয়েছেন।
এদিকে, জাতিসংঘের মানবতাবিষয়ক সমন্বয়ী বিভাগের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে বিশ্বে মোট ২৮০ জন ত্রাণকর্মী নিহত হন, যা একটি নতুন রেকর্ড। পাশাপাশি, আরও ৭৮ জন ত্রাণকর্মীকে এ সময় অপহরণ করা হয় এবং ১৯৬ জন আহত হন। (সুবর্ণা/আলিম/রুবি)