কুরস্কে হামলার উদ্দেশ্য বাফার জোন গড়ে তোলা: জেলেনস্কি
2024-08-19 10:55:13

আগাস্ট ১৯: গতকাল (রোববার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও-ভাষণে বলেন, কুরস্ক অঙ্গরাজ্যে তার দেশের সৈন্যদের সাম্প্রতিক হামলার মূল উদ্দেশ্য রাশিয়ার অভ্যন্তরে একটি বাফার জোন গড়ে তোলা।

তিনি বলেন, বর্তমানে ইউক্রেনের প্রতিরোধযুদ্ধের মূল লক্ষ্য রুশ বাহিনীর যুদ্ধক্ষমতা কমিয়ে দেওয়া এবং যথাযথ পাল্টা আক্রমণ চালানো।

উল্লেখ্য, গত ৬ আগস্ট রাশিয়ার কুরস্ক অঙ্গরাজ্যে হামলা চালায় ইউক্রেনের প্রায় ১০ হাজার সৈন্য। সেই থেকে সেখানে দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। (সুবর্ণা/আলিম/রুবি)