ভিয়েতনামের শীর্ষ নেতার সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
2024-08-19 17:28:01


আগস্ট ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) সকালে বেইজিংয়ের মহাগণভবনে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে বৈঠক করেছেন।

তো লাম ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির (সিপিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়, সি চিন পিং তাঁকে আবারো অভিনন্দন জানান এবং তাঁর চীন সফরকে স্বাগত জানান। তিনি বলেন, সিপিভি’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিযুক্ত হওয়ার পর এটি প্রেসিডেন্ট তো লামের প্রথম বিদেশ সফর। এতে দু’দেশ ও দু’পার্টির সম্পর্কের গুরুত্ব এবং চীন-ভিয়েতনাম সম্পর্কের উচ্চপর্যায় ও কৌশলগত প্রকৃতিকে প্রতিফলিত হয়েছে। তিনি তো লামের সঙ্গে ভালো কাজের সম্পর্ক ও ব্যক্তিগত বন্ধুত্ব গড়ে তুলতে ইচ্ছুক, এবং যৌথভাবে চীন-ভিয়েতনামের অভিন্ন কল্যাণের সমাজের গভীর উন্নয়ন নেতৃত্ব দিতে চান বলে জানান।

সি চিন পিং বলেন, চীন সবসময় প্রতিবেশী কূটনীতিতে ভিয়েতনামের অগ্রাধিকার দিক হিসেবে সিপিভি’র নেতৃত্ব সমর্থন করবে, জাতীয় অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাজতান্ত্রিক পথ গ্রহণ, সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতান্ত্রিক আধুনিকীকরণ ত্বরান্বিত করতে সমর্থন করবে। বর্তমান বিশ্বের দুটি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি হিসেবে সিপিসি ও সিপিভিকে ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহত রাখতে হবে, অভিন্ন মিশন মনে রাখতে হবে, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ও সমাজতান্ত্রিক ব্যবস্থাকে মেনে চলতে হবে, অব্যাহতভাবে চীন-ভিয়েতনামের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় অবিচল থাকতে হবে এবং একসঙ্গে বিশ্বের সমাজতান্ত্রিক উন্নয়নে অবদান রাখতে হবে।

বৈঠকে সি চিন পিং বিশেষভাবে সিপিভি’র কেন্দ্রীয় কমিটির প্রয়াত সাধারণ সম্পাদক নগুয়েন ফু ট্রংয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিগত দশকে তিনি ও নগুয়েন দু’দেশের পুরনো প্রজন্মের নেতাদের প্রতিষ্ঠিত চীন-ভিয়েতনাম বন্ধুত্বের পথ অনুসরণ করেন, নিজস্ব বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র উন্নয়ন করেছেন, যৌথভাবে চীন-ভিয়েতনামের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করেছেন এবং দু’দেশের কৌশলগত গুরুত্বের একটি নতুন যুগ খুলেছেন। চীন এমন একজন ভালো কমরেড ও ভালো বন্ধুকে হারানোর জন্য গভীর শোকাহত, চীন-ভিয়েতনাম সম্পর্ক ও বিশ্ব সমাজতন্ত্রের জন্য তার অসামান্য অবদান চীন সবসময় মনে রাখবে।

সি চিন পিং বলেন, তিনি বিশ্বাস করেন সাধারণ সম্পাদক তো লাম ভিয়েতনামের সব মানুষকে নেতৃত্ব দেবেন, নগুয়েন ফু ট্রংয়ের উত্তরাধিকার বহন করবেন, যাতে ভিয়েতনামের দেশ ও পার্টি প্রতিষ্ঠার শতবর্ষী লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

(তুহিনা/হাশিম/লিলি)