এই গ্রীষ্মে, সিনচিয়াংয়ের থিয়ানশান পাহাড়ের দক্ষিণ ও উত্তর দিকে অবস্থিত তুর্পান, সবুজ ঘাসে ভরপুর ইলি নদী উপত্যকা, গানের ভূমি আলতায়, ও মোহনীয় কাশগর দেশী-বিদেশী পর্যটকদের আকর্ষণ করে।
২০২৩ সালে সিনচিয়াংয়ে আসা পর্যটকের সংখ্যা ও পর্যটন খাতে আয় ছিল আগের বছরের চেয়ে যথাক্রমে ১১৭ ও ২২৭ শতাংশ বেশি। এটি একটি নতুন রেকর্ড। চলতি বছর সিনচিয়াংয়ে আসা পর্যটকের সংখ্যা ও পর্যটন খাতে আয় অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে।
তুষারাবৃত পর্বত দ্বারা ঘেরা বিস্তীর্ণ তৃণভূমি, আকাশে ঝুলছে রংধনু, এবং গবাদি পশু ও ভেড়ার গানের শব্দ...গত মে মাসে নারী লেখক লি চুয়ানের লেখা সংকলন ‘আমার আলতায়’ থেকে অভিযোজিত একই নামের টিভি সিরিজ চীনে জনপ্রিয়তা পায়। ওয়েবসাইটে আলতায়-সম্পর্কিত সার্চের সংখ্যা ৫ গুণ বেড়ে যায়। উরুমুছি থেকে আলতায় যাওয়ার বিমানের টিকিটের বুকিংয়ের সংখ্যাও গত এপ্রিলের চেয়ে ৫০ শতাংশ বেড়েছে।
আসলে আলতায় সিনচিয়াংয়ের প্রথম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। কাশগর চীনা পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। গত মে দিবসের ছুটিতে কাশগরে যাওয়া পর্যটকের সংখ্যা ২৪ লাখ পার্সনটাইস ছাড়িয়ে যায়, যা গত বছরের একই সময়ের চেয়ে ১১৬.৯ শতাংশ বেশি।
আসলে সিনচিয়াং অব্যাহতভাবে সংস্কৃতি ও পর্যটনের সমন্বিত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি সিনচিয়াং সাংস্কৃতিক ও পর্যটন ব্যুরোর চীনা কমিউনিস্ট পার্টির কমিটির সদস্য ও উপপ্রধান ইউ চিয়ে বলেন, যদিও কাশগর ও আলতায় অনুষ্ঠান ও টিভি সিরিজের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে, তবুও আসল কারণ হলো এখানে অসাধারণ পর্যটনসম্পদ ও দৃশ্য আছে। সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যময় জাতিগত শৈলী বিভিন্ন স্থানের পর্যটকদেরকে আকর্ষণ করে।
সাম্প্রতিক বছরগুলোয় সিনচিয়াং সার্বিকভাবে অমনিমিডিয়ার ভূমিকা পালন করে আসছে। সিনচিয়াং ধারাবাহিক সাংস্কৃতিক পর্যটন প্রচার কার্যক্রম ও নতুন গণমাধ্যম প্রচার পণ্য তুলে ধরেছে।
জানা গেছে, সিনচিয়াং বিভিন্ন স্থানে নিজের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধরণের পর্যটন পরিকল্পনা প্রণয়ন করবে। এতে অব্যাহতভাবে পর্যটনের মান উন্নত হবে।
প্রতি বছর আয়োজিত তাকলিমাকান আন্তর্জাতিক গাড়ি সমাবেশ দেশী-বিদেশী অফ রোড উত্সাহীদেরকে আকর্ষণ করে। এখানে মরুভূমি, গোবি, ইয়াদানসহ বিভিন্ন বিশেষ ভূমিরূপ দেখা যায়। ২০০৫ সাল থেকে আয়োজিত তাকলিমাকান আন্তর্জাতিক গাড়ি সমাবেশ হল চীনের একমাত্র দূর-দূরত্বের আন্তর্জাতিক অটোমোবাইল ও মোটরসাইকেল ক্রস-কান্ট্রি সমাবেশ। এটিকে বহু বছর ধরে চীনের সেরা দশটি ক্রীড়া পর্যটন ইভেন্টের একটি হিসাবে গণ্য করা হচ্ছে। গত বছর সমাবেশের সময় দক্ষিণ সিনচিয়াংয়ে আসা পর্যটকের সংখ্যা ছিল ১১ লাখ পার্সনটাইমস এবং পর্যটন খাতে আয় ছিল ৫৩ কোটি ইউয়ান আরএমবি।
এ ছাড়া, সাইলিমু লেক রোড সাইক্লিং রেস, এডিন লেক মোটোক্রস রেস, মুজট্যাগ ইন্টারন্যাশনাল ক্লাইম্বিং ফেস্টিভ্যাল, জিয়াংগার কালচারাল ট্যুরিজম ফেস্টিভ্যাল ও নাদাম কনফারেন্স, দা অরিজিন অফ হিউম্যান স্কিইং প্রাচীন ফুর স্কি রেস, ইউমিন মাউন্টেন ফ্লাওয়ার হর্স-রেসিংসহ বিভিন্ন উচ্চ মানের প্রতিযোগিতা আয়োজন করা হয়।
গত পয়লা জুন দুকু সড়ক আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে। সড়কটির মোট দূরত্ব ৫৬১ কিলোমিটার, যা থিয়ানশান পর্বতমালার মধ্যবর্তী অংশে বিস্তৃত এবং পর্বতমালার উত্তর ও দক্ষিণ প্রান্ত দিয়ে গেছে। এর মধ্যে ২৮০ কিলোমিটারেরও বেশি রাস্তার অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০০ মিটার উপরে অবস্থিত। পথে প্রাকৃতিক দৃশ্য যেমন তুষার-ঢাকা পাহাড়, গিরিখাত, জলাভূমি, তৃণভূমি এবং নদী উপভোগ করা যায়। এটিকে নেটিজেনরা ‘চীনের সবচেয়ে সুন্দর রাস্তা’ এবং ‘সেলফ-ড্রাইভিং স্বর্গ’ বলে আখ্যায়িত করেছেন।
কাশগরের প্রাচীন নগর ও হ্যথিয়ান এলাকার ইয়োটগানের প্রাচীন নগর স্থানীয় অত্যন্ত প্রতিনিধিত্বমূলক স্থানীয় সাংস্কৃতিক ও পর্যটন একীকরণ প্রকল্প। দক্ষিণ সিনচিয়াং অব্যাহতভাবে ঐতিহাসিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ ও প্রাকৃতিক সম্পদকে পর্যটন সম্পদে পরিণত করে আসছে। পর্যটন শিল্প উন্নয়নের পাশাপাশি স্থানীয় নাগরিকদের আয় বেড়েছে।
(ছাই/আলিম/ওয়াং হাইমান)