আগস্ট ১৯: ফিলিপাইনের দুটি উপকূলরক্ষী জাহাজ অনুমতি ছাড়াই রোববার চীনের নানশা দ্বীপপুঞ্জের সিয়েনবিন রিফের কাছে জলসীমায় অনুপ্রবেশ করে। ফিলিপাইনের জাহাজা দুটি চীনা উপকূলরক্ষী জাহাজগুলোর বাধা এবং সতর্কতা উপেক্ষা করে বিপজ্জনক উপায়ে ইচ্ছাকৃতভাবে চীনা জাহাজগুলোকে ধাক্কা দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, দু’টি জাহাজের মধ্যে সংঘর্ষের দায় সম্পূর্ণভাবে ফিলিপাইনের। চীনা কোস্টগার্ড দেশীয় এবং আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিপাইনের জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং এক্ষেত্রে চীনের আচরণ পেশাদার, সংযত এবং মানসম্মত ছিল বলে তিনি উল্লেখ করেন।
মুখপাত্র আরো বলেন, সিয়েনবিন রিফ চীনের নানশা দ্বীপপুঞ্জের একটি অংশ এবং চীনের অন্তর্নিহিত অঞ্চল ও একটি জনবসতিহীন দ্বীপ। ফিলিপাইন সিয়েনবিন রিফের জলে আটকে থাকা সেদেশের উপকূলরক্ষী জাহাজের জন্য সরবরাহ প্রদান করতে সিয়েনবিন রিফের সামুদ্রিক অঞ্চলে অনুপ্রবেশ করেছিলো এবং সেখানে তারা দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখতে চায়। ফিলিপাইনের এ পদক্ষেপটি চীনের সার্বভৌমত্বকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে, চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। চীন নিজের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক স্বার্থ রক্ষা করতে অব্যাহতভাবে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে বলে মুখপাত্র উল্লেখ করেন।
(লিলি/হাশিম/তুহিনা)