আগস্ট ১৯: ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট তো লাম গতকাল (রোববার) চীনের কুয়াংচৌ এসে পৌঁছান। তিনি ২০ আগস্ট পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন।
চলতি মাসের প্রথম দিকে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হবার পর, এটি তো লামের প্রথম বিদেশ সফর।
কুয়াংচৌ পৌঁছে তিনি হুয়াংহুয়াকাং-এ ৭২ শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি ভিয়েতনামের বিপ্লবী যুব সমিতির প্রাক্তন সাইটে যান। প্রায় শত বছর আগে, ভিয়েতনামের নেতা হো চিমিন, এখানে ভিয়েতনামের প্রথম মার্কসবাদ-লেনিনবাদ পত্রিকা চালু করেন এবং দেশে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সেখানো পৌঁছে তো লাম বলেন, ভিয়েতনামের বিপ্লবী ইতিহাস চীনের বিপ্লবী ইতিহাসের সাথে জড়িত। দু’পার্টির প্রবীণ নেতাদের মধ্যে গভীর মৈত্রীর বন্ধন ছিল। ভিয়েতনামের জনগণ দেশের জাতীয় মুক্তি, স্বাধীনতা ও সমাজতান্ত্রিক কাঠামো গঠনে চীনের সাহায্যের কথা ভুলে যাবে না।
পরে, রোববার বিকেলেই, কুয়াংচৌ সফরশেষে তিনি বেইজিং চলে আসেন। (প্রেমা/আলিম/ছাই)